কাপাসিয়ায় নদীর তীরের আবর্জনা অপসারণ শুরু
মনজুরুল হক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া কাঁচাবাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে আবর্জনা অপসারণ শুরু হয়েছে।
এর আগে বিষয়টির ওপর গত ১৪ ডিসেম্বর আলোকিত নিউজ ডটকমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম ওই স্থান পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ব্যবসায়ী নাইম বলেন, আবর্জনা অপসারণে খুব ভাল হয়েছে। আমরা ভালভাবে ব্যবসা করতে পারব।
কলেজ অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ বলেন, আমি কাঁচাবাজারে নিয়মিত চা পান করতে যাই। আবর্জনা অপসারণে দূষণ থেকে পরিবেশ ও নদী রক্ষা পাবে।
ডেন্টিস্ট এমদাদুল হক বলেন, কাঁচাবাজারে দুর্গন্ধ ও পরিবেশ নোংরা ছিল। এখানে যাতে আবারও ময়লা না ফেলা হয়।
সাংবাদিক নূরুল আমীন সিকদার বলেন, আমরা বর্জ্য অপসারণের দাবিতে মানববন্ধনও করেছিলাম। ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
ইউএনও বলেন, বর্জ্য অপসারণ শুরু করেছি। গভীর নূলকূপের ব্যাপারে উপজেলা পরিষদের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।