নারায়ণগঞ্জে ৫ খুন : নেপথ্যে ‘ভাগিনার যৌন আবেদন’

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

মামলায় যৌন আবেদনে ব্যর্থতা ও ঋণের টাকা নিয়ে দ্বন্দ্বের কারণ উল্লেখ করা হয়েছে।

নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম রবিবার দুপুরে বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বলা হয়, নিহতদের মধ্যে বাদীর ছোট ভাই শরীফের স্ত্রী লামিয়াকে যৌন আবেদনে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তাদের ভাগিনা মাহফুজ ঢাকায় থাকাকালীন সময়ে লামিয়াকে যৌন আবেদন করে ব্যর্থ হয়।

পরে নারায়ণগঞ্জে এসেও একই ধরনের আচরণ করত। এক পর্যায়ে লামিয়া তা প্রকাশ করে দেয়।

এতে করে সন্দেহ হচ্ছে, মাহফুজসহ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরস্পর যোগসাজশে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত আটটা ২০ মিনিট পর্যন্ত যে কোন সময়ে শক্ত ভোঁতা অস্ত্র দিয়ে গুরুতর জখম ও গলায় ফাঁস লাগিয়ে পাঁচজনকে হত্যা করেছে।

এ ছাড়া মামলায় হত্যাকান্ডের পেছনে ঋণের ১২ লাখ টাকা নিয়ে দ্বন্দ্বের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে প্রশাসন যৌন আবেদনের বিষয়টি প্রাধান্য দিচ্ছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক সাংবাদিকদের জানান, আলোচিত ঘটনায় এ পর্যন্ত সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার রাতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর