জাতীয় পার্টিতে গৃহবিবাদ : রওশন ভারপ্রাপ্ত চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার তার ছোট ভাই জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন।
এ নিয়ে শুরু হয় গৃহবিবাদ।
সোমবার রাতে রওশন এরশাদের গুলশানের বাসায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদীয় দলের সভা হয়।
সভায় এরশাদের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা কমিটি গঠন করেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
তিনি নিজেকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ঘোষণা দেন।
পরে সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, গঠনতন্ত্রে কো-চেয়ারম্যান বলে কোন পদ নেই। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডিয়ামের সঙ্গে কোন আলোচনা না করে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ও তার উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেন।
একই সঙ্গে পার্টির সম্মেলনের জন্য জিএম কাদেরকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করা হয়। এটা গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী।