গাজীপুরে শিশু সোলাইমান হত্যায় নির্মলের জবানবন্দি : বিচার দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে চার বছরের শিশু সোলাইমান হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত আসামি নির্মল দাস আদালতে জবানবন্দি দিয়েছেন।
গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বুধবার তার জবানবন্দি গ্রহণ করা হয়।
এদিকে নির্মলের বিচার দাবিতে মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গত শনিবার বিকেল পাঁচটার দিকে আউটপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী মোকারম হোসেনের ছেলে সোলাইমান নিখোঁজ হয়।
পরে ওই রাতে তার মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় তিনি পরদিন জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
সোমবার বিকেলে কাশিমপুরের সুরাবাড়ি এলাকার জঙ্গলে সোলাইমানের লাশ পাওয়া যায়।
মঙ্গলবার ওই নির্মলকে গ্রেফতার করে র্যাব।
শিশুটির পরিবার জানায়, নির্মল এলাকায় সেলুন চালান। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। তারা পাশাপাশি ভাড়া থাকেন।
নির্মল সপ্তাহ খানেক আগে একটি সমবায় সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নেওয়ার আবেদন করেন। এতে মোকারমকে জামিনদার হতে অনুরোধ করলে তিনি রাজি হননি।
এরপর থেকে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।