বীর মুক্তিযোদ্ধা এম এ গণির কবিতা ‘নকলের ভিড়ে’
নকলের ভিড়ে
-এম এ গণি
যুগের তালে নকলের ভিড়ে
আসল যায় যে হারিয়ে।
নকল করে বাড়াবাড়ি
আসল স্তব্ধ হয়ে যায়।
নকলের জোয়ারে বয়ে বেড়ায়
আবার আদর্শের বুলি ছড়ায়।
তেল-পানি মিশিয়ে
রাজাকারকে মুক্তিযোদ্ধা বানায়।
তারাই আদর্শবান হয়
প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও
ফিরোজ খান ভাত নাহি পায়।
মনোকষ্টে যদি কিছু বলতে চায়
একটুখানি মুখ খুললে
টুঁটি চেপে ধরে ক্ষমতায়।
ক্ষমতা কারো কাছে চিরদিন নাহি রয়
ক্ষমতা চলে গেলে ভিক্ষা নাহি পায়
এমন দৃষ্টান্ত অনেক দেখা যায়।