গাজীপুরের নাওজোড়-কাশিমপুর রাস্তার সেতু পরিত্যক্ত, চলাচলে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড়-কা‌শিমপুর আঞ্চলিক রাস্তায় সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো কর্মজীবী নারী-পুরুষ ও শিক্ষার্থী চলাচল করে।

অনুন্নত দুই কিলোমিটার রাস্তার মধ্যে এক কিলোমিটার পায়ে হেঁটে ও বাঁশের সাঁকো পার হয়ে নাওজোড় যেতে হয়।

ভুক্তভোগীরা জানান, নাওজোড় থেকে ইসলামপুর এলাকার ভাঙা সেতু হয়ে কাশিমপুর যেতে সময় লাগে পৌনে এক ঘণ্টা। বর্ষা মৌসুমে সেতুর অংশ নৌকা দিয়ে পার হতে হয়।

আশপাশে শিল্প কারখানা গড়ে উঠলেও রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বৃষ্টি হলে চলাচলে কষ্ট বেড়ে যায়।

এলাকাবাসী জানান, ওই পরিত্যক্ত সেতু ভাওয়াল রাজার আমলে ১৯৪১ সালে নির্মাণ করা হয়েছিল। ৩০ বছর আগে বাসন ইউনিয়ন পরিষদ থেকে মাটির রাস্তা করা হলেও এত দিনে আর উন্নয়ন কাজ হয়নি।

সিটি করপোরেশনের (অঞ্চল-৬) নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন আলোকিত নিউজকে বলেন, সেতু ও রাস্তার জন্য দাতা সংস্থা জাইকা কর্তৃক ইস্টিমেট ও ড্রয়িং করা হয়েছে। প্রস্তাবটি একনেকে পাস হলে টেন্ডার দেওয়া হবে।

আরও খবর