‘বিচার বিভাগকে ঠিকমত কাজ করতে দিলে দুর্নীতি অনেকাংশে কমবে’

আলোকিত প্রতিবেদক : প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, বিচার বিভাগকে তার সংবিধান ও আইনের আওতার মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে, সে ক্ষমতায় যদি ঠিকমত কাজ করতে দেওয়া হয়, তাহলে অনেকাংশে দুর্নীতি ও অপরাধ প্রবণতা চলে যাবে।

তিনি বলেন, ভুল রিপোর্ট দেওয়ার পরে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উল্টো সরকারেরই ক্ষতি হচ্ছে। সরকারের সবচেয়ে বড় জিনিস হল সুন্দরভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখা। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে বড় জিনিস হল অপরাধীদের ঠিকমত বিচার করা।

প্রধান বিচারপতি বলেন, অপরাধীর যদি সময়মত বিচার না হয়, সে অপরাধী কিন্তু জামিনে বের হয়ে যায়। এরপর সে আবার অপরাধে জড়ায়।

শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও খবর