নিম্নমানের পানি : সাড়ে ৪ হাজার জার ধ্বংস

আলোকিত প্রতিবেদক : রাজধানীতে নিম্নমানের পানি উৎপাদন করায় সাড়ে চার হাজার জার ধ্বংস করা হয়েছে।

রবিবার পল্টন এলাকায় বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযানে এসব ধ্বংস করা হয়।

বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি কারখানা অনুমোদন ছাড়াই নিম্নমানের পানি জারে বিক্রি করে আসছিল। নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হল দিঘি ড্রিংকিং ওয়াটার, উইনার ড্রিংকিং ওয়াটার, লিমুকা ড্রিংকিং ওয়াটার, একুয়া বন্ধু ড্রিংকিং ওয়াটার ও মাসাফি ড্রিংকিং ওয়াটার।

এ ছাড়া দুটি কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি চার লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

আরও খবর