মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘চার আনার গয়না’
চার আনার গয়না
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
আমার প্রেমের ময়না
বাসর রাতে পরিয়ে দিলাম
চার আনার এক গয়না।
ময়না তার ভাবুক লাজে
ঘোমটা দিয়ে আছে সেজে
ঘোমটার ভাঁজে শর্তের পাতায়
মোহরানার মূল্য বাঁধা।
ময়না স্বপ্ন দেখে স্বপ্ন বুনে
সংসার জীবন ফাঁদে।
ময়নার নতুন ঘরে নতুন ভুবন
অচেনাদের করবে আপন।
ময়না বন্দী হল খাঁচার কোণে
খোঁচায় খোঁচায় কথার জালে
তিক্ত করে ময়নার কানে।
ময়না ভাবে গড়বে নতুন ভুবন
আপনজনরা ভাবে সব করবে কনে
সে এখন সংসার জীবন ফাঁদে।
চার আনার গয়না পরে
ময়না তার নতুন জীবন পাড়ে।