শ্রীপুরের টেপিরবাড়ীতে জমির দ্বন্দ্বে হামলা, গ্রেফতার ১
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় কয়েকজন হয়েছেন।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী দেওচালা এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মিদুল মিয়ার স্ত্রী রিনারা পারভীন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ফজলুল হক, মাইজ উদ্দিন, তাজউদ্দিনের ছেলে হুমায়ুন, উজ্জ্বল, জসিম ও মাইজ উদ্দিনের ছেলে হৃদয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ফজলুল হক গংয়ের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মিদুল এমসি বাজার থেকে বাড়িতে ফেরার সময় হামলা চালানো হয়।
এ সময় প্রতিপক্ষ তাকে প্রায় দুই ঘণ্টা ঘরে আটকে রাখে। পরে তার মেয়ে তাহমিনা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে মিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রিনারা পারভীন জানান, এলোপাতাড়ি আঘাতে তার স্বামীর মাথাসহ বিভিন্ন স্থানে জখম হয়েছে। এগিয়ে গেলে অন্যদেরও মারধর করা হয়।
শ্রীপুর থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ওই ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। প্রথম পক্ষের অভিযোগের সত্যতা পেয়ে ফজলুল হককে গ্রেফতার করা হয়েছে।