শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : বিএনপির সাবেক এমপি হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন

আলোকিত প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফাইমুল হক জানান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় সাবেক সাংসদ হাবিব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাদের বাচ্চু, পৌর যুবদলের সাবেক সভাপতি আরিফুর রহমান ও ছাত্রদলের সাবেক সভাপতি রিপনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ৪৪ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় কারাগারে থাকা হাবিবসহ ৩৪ জন ও জামিনে থাকা অ্যাডভোকেট আবদুস ছাত্তার আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন ও দুজন কারাগারে মারা গেছেন।

মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোর যাওয়ার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়।

হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ করেন। বহরে থাকা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

আরও খবর