মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘বাড়ির ভিটা’

বাড়ির ভিটা

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

সোনা মিয়ার ভিটার পাশে
মাতব্বর এসে বলে হেসে
তোর বাড়ির পাশে আমার জমি

আছে অনেক ছোট্ট বেশে
তোর ভিটা ছাড়লে তবে
আমার জমি সুন্দর হবে।
আজি তোর কষ্ট দেখে
আমার যায় প্রাণ যে খসে
কত যে করবি কাজ
ঘষে ঐ সবুজ ঘাসে।
জমিটা ছেড়ে দিয়ে
হাতের মুঠটি ধর এঁটে
টাকার গন্ধ নে সুখে
টাকা দিয়ে আসবে টাকা
কিনবি বউের সোনার শাঁখা।

বাড়ি ভাড়া করবে তবে
থাকবে ঐ শহর মাঝে।
বাড়ির ভিটা না থাকলেও
বলবে তোকে সাহেব বেটা।
মাতব্বরের খায়েশ তবে
হল এক দিন পূরণ
মাতব্বরের চালে শূন্য হল

সোনা মিয়ার বাপের ভিটা।

আরও খবর