গাজীপুরে ‘ভেজাল স্বপ্নকে’ এক লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের জোড়পুকুর রোডের স্বপ্ন সুপারশপকে আবারও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, আমদানিকৃত পণ্যের সরবরাহকারীদের তথ্য দেখাতে না পারা এবং পচা মরিচ ও পটল বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ফুটপাতে উন্মুক্ত পরিবেশে ইফতার বিক্রির দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
গত ১৪ ফেব্রুয়ারি এই সুপারশপে আমদানিকৃত চায়না চকলেটে জীবন্ত পোকা পাওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ম্যানেজারসহ দুজন।