গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী ইজাদুরের ভোট বর্জন
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইজাদুর রহমান মিলন ভোট বর্জন করেছেন।
মঙ্গলবার সকালে ভোট গ্রহণ শুরুর পর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
ইজাদুর রহমান বলেন, সব কেন্দ্র থেকে মারধর করে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তার কর্মী-সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।
সাড়ে নয়টার দিকে বিকেবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নিরাপত্তাহীনতায় নিজের ভোটটিও দিতে পারেননি। যুবলীগ ও ছাত্রলীগ কেন্দ্র দখল করে রেখেছে।
বিএনপির এই নেতা আরও বলেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে জানিয়েও কোন সহযোগিতা পাননি। পুলিশও সাহায্য করেনি।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসার উদ্দিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। এজেন্ট বের করে দেওয়া বা মারধরের বিষয়ে কোন অভিযোগ পাননি।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।