রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেন মিন্নি
আলোকিত প্রতিবেদক : বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত বলে তথ্য মিলেছে।
বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রিমাণ্ডে মিন্নি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যার পরিকল্পনার সাথেও যুক্ত ছিলেন।
পুলিশ জানায়, গত ২৬ জুন রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এর দুই দিন আগে বন্ধু হেলালের মোবাইল ছিনিয়ে নেন রিফাত।
হেলাল বন্দুকযুদ্ধে নিহত প্রধান আসামি নয়ন বন্ডের ঘনিষ্ঠ বন্ধু। নয়নের কথায় মোবাইলটি ফিরিয়ে দেন মিন্নি।
এ ঘটনায় মিন্নিকে মারধর করেন রিফাত। পরে মিন্নির কথায় প্রতিশোধ নিতে মাঠে নামে বন্ড বাহিনী।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি পৌর এলাকার ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে ও একই মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই।