হিরো আলমের ওপর হামলা : গ্রেফতার ৭, সানোয়ার ও বিপ্লব রিমান্ডে

আলোকিত প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন সানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মেহেদী (২৭), মোজাহিদ (২৭), আশিক সরকার (২৪), হৃদয় (২৪) ও সোহেল মোল্লা (২৫)।

হারুন-অর রশীদ বলেন, সারা দিন শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। শেষ পর্যায়ে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, হিরো আলম তিনটার দিকে অনেক লোক নিয়ে বনানীর বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে যান। সিসিটিভি ফুটেজে দেখছি, হিরো আলম কাউকে মারতে উদ্যত হচ্ছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে আসামি সানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব।

উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকের কর্মীরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ।

আরও খবর