মোবাইলের কলরেট ১০ পয়সা করার দাবি
আলোকিত প্রতিবেদক : দেশের সব মোবাইল ফোন কোম্পানির কলচার্জ ১০ পয়সা মিনিট করার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট।
বিটিআরসি প্রতি মিনিট সর্বোচ্চ দুই টাকা ও সর্বনিম্ন ৪৫ পয়সা নির্ধারণের প্রেক্ষিতে শনিবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংগঠনটির মহাসচিব তুষার রেহমানের লিখিত বক্তব্য উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
তুষার রেহমান বলেন, কলরেট বিষয়ে বিটিআরসির ভাষ্য শুনলে মনে হয়, তারা মোবাইল কোম্পানিগুলোর মুনাফা বাণিজ্যের অংশীদার।
কখনো কলরেট বাড়িয়ে, কখনো প্যাকেজের ফাঁদে এবং কখনো ভিওআইপি ব্যবসার ফাঁকে কোম্পানিগুলো বিদেশে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ করা হয়।
এ ছাড়া তরুণ প্রজন্মের কথা ভেবে রাত ১০টা থেকে সকাল ছয়টা পর্যন্ত প্রতি মিনিট কলচার্জ এক টাকা নির্ধারণ করারও দাবি জানায় গ্রাহকদের এই সংগঠন।