কাপাসিয়ায় দূষণের রাজত্ব : ডায়মন্ডকে ২৮ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার ডায়মন্ড এগ লিমিটেডকে দূষণের দায়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শুনানি শেষে বৃহস্পতিবার এ জরিমানা ধার্য করেন।
দূষণকারী পোলট্রি প্রতিষ্ঠানটি উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব এলাকায় দুই শতাধিক বিঘা জমির ওপর গড়ে উঠেছে।
এর মালিক কাওসার আহম্মেদ নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে তরল বর্জ্য ও মুরগির বিষ্ঠা যত্রতত্র ফেলে দূষণের রাজত্ব কায়েম করেছিলেন।
এ নিয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোজাহিদ তদন্ত করেন।
কিন্তু তা আলোর মুখ না দেখায় গত ২০ জুলাই আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এর আগে ডায়মন্ডের দূষণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে কয়েকবার মানববন্ধন ও ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন।
পরিদর্শক মোজাহিদ জানান, ধার্যকৃত জরিমানার মধ্যে ১০ লাখ টাকা নগদ আদায় করা হয়েছে।
আরও পড়ুন : কাপাসিয়ায় ডায়মন্ড ও প্রোটিন হাউজের ‘দূষণের রাজত্ব’!