একটি শিশুকে হত্যা মানে লাখো শিশুর জীবনে আশঙ্কা তৈরি : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাংলাদেশ সামনে কেমন হবে, তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। আগামী দিনের চলার পথে যেন কোন হত্যা, ক্যু, ষড়যন্ত্র না হয়।

তিনি বলেন, ঘাতকের বুলেটে আর কোন শিশুকে যেন জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাব যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

কাজেই তাদের নিরাপত্তা দেওয়া, ভালোবাসা দেওয়া, সুন্দরভাবে গড়ে তোলা, জীবনটাকে স্বার্থক করা-এটাই যেন সকলের আকাঙ্খা হয়। একটি শিশুকে হত্যা মানেই লাখো-কোটি শিশুর জীবনে আশঙ্কা তৈরি করা।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পরে কত মানুষকে হত্যা করা হয়েছে। এই সেনাবাহিনীতে ১৯ বার ক্যু হয়েছে। আর এই একেকটা ক্যু ধরে হাজার হাজার সৈনিক ও অফিসার হত্যা করা হয়েছে।

অনেকের পরিবার লাশও পায়নি। সেই সাথে রাজনৈতিক নেতা-কর্মীদেরও অকথ্য নির্যাতন করা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর।

শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশে প্রথম ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু নিরাপত্তা আইন করে দিয়ে যান। কী দুর্ভাগ্য, ঘাতকের হাতে তারই সন্তানদের হত্যার শিকার হতে হয়।

তিনি আরও বলেন, শেখ রাসেলকে কেউ যদি জিজ্ঞেস করত, তুমি কী হবে? সে বলত, আমি আর্মি হব। এটাই তার জীবনের স্বপ্ন ছিল।

আরও খবর