রায়গঞ্জে শিক্ষকের শ্লীলতাহানির শিকার ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষকের বিরুদ্ধে এক জেএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রী লজ্জায় আত্মহত্যার চেষ্টা করলে তোলপাড় সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেলে ছাত্রীটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী (১৪) চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বুধবার পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র দেখার ভান করে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক রেজা আহম্মদ কক্ষে প্রবেশ করে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটান।

সে ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুল চন্দ্র দাসকে জানালে তিনি তা চেপে যেতে বলেন।

পরে সে বাড়ি ফিরে লজ্জায় আত্মহত্যার চেষ্টা করলে তার মা তাকে বুঝিয়ে বিরত রাখেন।

ঘটনাটি ধামাচাপা দিতে কতিপয় প্রভাবশালী ব্যক্তি পাঁয়তারা করছেন বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল আখতার জানান, ঘটনার পর থেকে শিক্ষক রেজা পলাতক রয়েছেন। তাকে জরুরি ভিত্তিতে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর