কাপাসিয়ায় ৭ মার্চের ভাষণের ঐতিহ্য নিয়ে আলোচনা
আলোকিত প্রতিবেদক : গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯ মিনিটের ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অংশ।
তিনি বলেন, জাতিসংঘের ইউনেসকো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের মানুষ গৌরবান্বিত বোধ করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে গণতন্ত্রী পার্টির নেতা-কর্মীরাও সেই ঐতিহ্যের অংশীদার।
শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির কার্যালয়ে ৭ মার্চের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা সভায় শহীদুল্লাহ সিকদার এসব কথা বলেন।
পার্টির উপজেলা সহ-সভাপতি আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল গণি, রেজাউল করিম খান, বাদল সরকার, নিমাই দাস, উৎপল বণিক, বিল্লাল হোসেন প্রমুখ।