প্যারাডাইজ পেপারস কেলেঙ্কারিতে মিন্টুসহ ১০ বাংলাদেশি
ডেস্ক নিউজ : প্যারাডাইজ পেপারস কেলেঙ্কারিতে কর ফাঁকি দেওয়া ১০ বাংলাদেশির নাম ওঠে এসেছে।
তাদের মধ্যে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু ও তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন।
তালিকায় ক্রম অনুযায়ী অন্যান্যরা হলেন আউয়াল-নাসরিন ফাতেমা, আউয়াল-তাবিথ, আউয়াল-তাফসির মোহাম্মদ, চৌধুরী-ফয়সাল, মিন্টু-আবদুল আউয়াল, মোগল-ফরিদা ওয়াই, উল্লাহ-শহীদ, তাজওয়ার আউয়ালের অভিভাবক হিসেবে আবদুল আউয়াল মিন্টু, আহমদ-সামির, আউয়াল-তাজওয়ার মোহাম্মদ।
এ ছাড়া তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হল মহাখালীর ব্রামার এন্ড পার্টনার্স এসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিবিদ, সেলিব্রেটি ও সম্পদশালী ব্যক্তিদের লেনদেন সংক্রান্ত তথ্যের বিশাল ডাটাবেজ প্যারাডাইজ পেপারস।
অভিযুক্তরা কর ফাঁকি দেওয়ার জন্য কর দিতে হয় না বা সামান্য হারে দেওয়া যায়-এমন দেশে বিনিয়োগ করে লাভবান হচ্ছেন।