‘বিএনপি যত খুশি গালি দিক, খালেদাকে বিদেশে পাঠানো সম্ভব নয়’
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আজকে আইনের শাসন যেখানে আছে, সেখানে আমি যথেচ্ছ করতে পারি না।
তিনি বলেন, আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। উনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্ন আসে না।
মন্ত্রী বলেন, উনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, আমার কিছু আসে-যায় না। আমি আইন মোতাবেক চলব।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংসদ সিরাজ তার বক্তব্যে বলেন, খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দু-এক দিনের মধ্যে বিদেশে পাঠানো না হলে এবং অবস্থা চরম হলে দলীয় সিদ্ধান্তে এই সংসদে থাকা হয়তো সম্ভব হবে না।