কাপাসিয়ায় ‘সুসম্পর্ক’ থেকে গণধর্ষণ, গ্রেফতার ৭

হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর (করিমের মিল) এলাকার নরাইদ্দার টেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেফতার সাতজনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন তরগাঁও পূর্বপাড়ার মোস্তফা বেপারীর ছেলে রুমান (১৯), বোয়ালের টেকের মহসিন বেপারীর ছেলে জোবায়ের (১৯), মফিজ সরদারের ছেলে মোস্তারিন (১৯), তরগাঁওয়ের এহসান বেপারীর ছেলে সাকিব (২২), মৃত সফুর উদ্দিনের ছেলে মাসুম (২১), সামসুল হকের ছেলে রাকিব (২০), বাদল মোড়লের ছেলে মাহফুজ (২০) ও চরখামেরের আইন উদ্দিনের ছেলে সাখাওয়াত (২৮)।

তাদের মধ্যে মূল হোতা সাখাওয়াত ছাড়া বাকিদের বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে নরসিংদীর মনোহরদী উপজেলার এক প্রবাসীর সাথে ওই নারীর বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

ভিকটিম গত ১৬ ডিসেম্বর বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে সুসম্পর্কের সুবাদে সাখাওয়াত মোবাইল উপহার দেওয়ার কথা বলে তাকে ওই টেকে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনাটি আড়াল থেকে দেখে ফেলে মাসুম, রোমান, জোবায়ের ও মোস্তারিন ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন। অপর আসামিরা তার মায়ের কাছে মোবাইলে ৫০ হাজার টাকা দাবি করেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসাইন জানান, ওই নারীর সাথে সাখাওয়াতের দুই-তিন মাস ধরে মোবাইলে নিয়মিত কথা হত। পরে ঘনিষ্ঠতা থেকে তাদের মধ্যে সাক্ষাৎ ও ধর্ষণের ঘটনা ঘটে।

আরও খবর