মাফিয়া দাউদ মার্চেন্টকে ফেরত দিচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : অপরাধ জগতের আন্তর্জাতিক মাফিয়া ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম।
তার ঘনিষ্ঠ সহচর আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট।
ভারতের যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ২০১৪ সালের ২ ডিসেম্বর ভোরে ডিবি পুলিশ খিলগাঁও ফ্লাইওভারের নিচ থেকে গ্রেফতার করে।
পরে তাকে দুই দফায় ছয় দিনের রিমান্ডে নেয় ডিবি।
দাউদ মার্চেন্টকে এখন ভারত সরকারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।