ইয়াবা পাচারে তিন এসআই : দুজন সিআইডিতে!
নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিছু ব্যবস্থা নেওয়ার পরও তাদের দৌরাত্ম্য থামছে না।
এবার পুলিশের তিন এসআইয়ের বিরুদ্ধে ইয়াবা পাচার ও ইয়াবা দিয়ে একজন ব্যবসায়ীকে ফাঁসানোর ঘটনায় প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ।
অভিযুক্তরা হলেন এসআই শাহাদাত হোসেন, জুয়েল সরকার ও শেখ সজীব।
চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ওই তিন এসআই চট্টগ্রামে শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকার সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই শাহাদাত হোসেন বর্তমানে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে আছেন।
আর এসআই জুয়েল সরকার ও শেখ সজীব আছেন ঢাকায় সিআইডিতে।