হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত করে দাও
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
রবিবার বেলা ১১টা ৪৯ মিনিটে শুরু হয়ে ১৭ মিনিট চলে তাবলিগ জামাত আয়োজিত ইজতেমার মোনাজাত।
এতে লাখো মুসল্লি দুই হাত তুলে গুনাহ মাফ ও সকল ধরনের বালা-মুসিবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেন।
উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ পক্ষের শীর্ষ মুরব্বি মাওলানা জমশেদ।
তিনি মোনাজাতে বলেন, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল। তোমার কাছেই তো আমরা ক্ষমা চাইব। দ্বীনের ওপর আমাদের চলা সহজ করে দাও।
হে আল্লাহ, তুমি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও। আমরা যেন তোমার সন্তুষ্টি মাফিক চলতে পারি, সে তৌফিক দাও। আমাদের হেদায়েত দাও।
নবীওয়ালা জিন্দেগি আমাদের নসিব কর। ইজতেমাকে কবুল ও মঞ্জুর কর। আমাদের ঈমানকে মজবুত করে দাও।
এ সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রায় ১৬০ একর আয়তনের ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।