৪ শিশু হত্যা করে বালিচাপা : বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে নির্মম হত্যার শিকার চার শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শুক্রবার দুপুরে তিনি উপজেলার সুন্দ্রাটেকি গ্রামে গিয়ে তাদেরকে সমবেদনা জানিয়ে আইনি সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেন।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের নির্মম ঘটনা মেনে নেওয়া যায় না। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত শেষ করা হবে।
গত শুক্রবার মাঠে খেলতে গিয়ে ওই চার শিশু নিখোঁজ হয়।
বুধবার সকালে ঈসা বিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার করা হয়।