স্বর্ণযুগের শিল্পী বনশ্রী আর নেই
শেখর বৈদ্য, কলকাতা : বিদায় নিল সুর। যার সুরে গুনগুনিয়ে উঠত বিকেল।
বিকেলের ডাকে চিঠি পাওয়ার সেই তিনি আর নেই।
অমৃতলোকের ডাক পেয়েছেন বনশ্রী সেনগুপ্ত।
রবিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বেশ কিছুদিন ধরেই ফুসফুস ও হার্টের সমস্যায় ভুগছিলেন বনশ্রী।
হুগলি জেলার চুঁচুড়ায় জন্ম এই শিল্পী বাবা শৈলেন্দ্রনাথ রায়ের কাছে প্রথম গান শেখেন।
পরে কলকাতায় এসে সুরকার সুধীন দাশগুপ্তের কাছে নেন তালিম।
পুজোর গানের রেকর্ডে হয় একের পর এক হিট।
বনশ্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলার সুর মহল।
শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।