শ্রীপুরের ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ৫৪টি ও মাদ্রাসা ৩৮টি। এর মধ্যে ২৪টিতে শহীদ মিনার নেই।

এ ছাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ১৬৫টি। এর মধ্যে শহীদ মিনার নেই প্রায় ৩০টিতে।

শহীদ মিনার না থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীর ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে সম্যক জ্ঞানের অভাব রয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কতটি বিদ্যালয়ে শহীদ মিনার নেই, তা তার জানা নেই। তবে তালিকা করে শহীদ মিনার নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব প্রতিষ্ঠানে তা নির্মাণের ব্যবস্থা করা হবে।

আরও খবর