সুনামগঞ্জে ফার্মেসিতে নারীকে ধর্ষণের পর ৬ টুকরা, গ্রেফতার ৩
আলোকিত প্রতিবেদক : সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসি থেকে শাহনাজ পারভীন জোৎস্নার (৩৫) ছয় টুকরা লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি।
তারা হলেন মতিন মার্কেটের অভি মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ (৩০), কিশোরগঞ্জের ইটনার অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোনার মোহনগঞ্জের অসিত গোপ (৩৬)।
শনিবার রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।
নিহত জোৎস্না উপজেলার নারকেলতলা এলাকার সৌদি আরব প্রবাসী ছরকু মিয়ার স্ত্রী।
সিআইডি জানায়, জোৎস্না কিছুদিন ধরে গোপনীয় শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে জিতেশের ফার্মেসিতে গেলে ভেতরে বসিয়ে রাখা হয়। পরে তাকে চিকিৎসার কথা বলে ঘুমের ওষুধ খাইয়ে তিনজন মিলে ধর্ষণ করেন।
জোৎস্না ঘটনাটি বলে দেওয়ার কথা বললে অভিযুক্তরা মুখে বালিশ চেপে ধরে তাকে হত্যা করেন। এরপর লাশ মাছের খামারে ফেলে দেওয়ার উদ্দেশে ছুরি দিয়ে ছয় টুকরা করা হয়।