সমৃদ্ধ দেশ ও আলোকিত সমাজ গড়তে ‘ভিশন-২০৩০’ ঘোষণা দিলেন খালেদা জিয়া

আলোকিত প্রতিবেদক : সমৃদ্ধ দেশ ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে ‘ভিশন-২০৩০’-এর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।

খালেদা জিয়া বলেন, আমরা সংকট নিরসন করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপকভিত্তিক পরিকল্পনা প্রণয়নের জন্য নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি।

দেশের অগ্রসর চিন্তাবিদ, বুদ্ধিজীবী, পরিকল্পনাবিদ, গবেষক এবং বিভিন্ন শ্রেণি-পেশায় কর্মরত ব্যক্তিবর্গকেও এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে।

ইতিমধ্যে ‘ভিশন-২০৩০’ শিরোনামে একটি পরিকল্পনার খসড়া প্রণয়ন করা হয়েছে। অচিরেই তা চূড়ান্ত করা হবে।

বিএনপি চেয়ারপারসন বলেন, ভিশনটি চূড়ান্ত হলে তা দেশবাসীর সমর্থন ও সহযোগিতার জন্য পেশ করা হবে। এ ভিশনের আলোকেই আগামীতে আমাদের দলের নির্বাচনী ইশতেহার রচিত হবে।

আরও খবর