গাজীপুরের ভবানীপুরে বনভূমি দখলের প্রমাণ পেলেন ডিএফও
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুরে বনভূমি দখল করে বাড়ি ও মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বন বিভাগ।
বিষয়টির ওপর গত ১৬ এপ্রিল রাতে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। টনক নড়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
পরে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন্দ।
তিনি প্রতিবেদনের সত্যতা পেয়ে তাৎক্ষণিক সকল স্থাপনার নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি আলোকিত নিউজকে নিশ্চিত করেন। ওই স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।
দখল সমাচার :
ভবানীপুর বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের একটু দক্ষিণে বেড়া দিয়ে ঢেকে বনের জমিতে পাকা ঘরের নির্মাণ কাজ করেন আলমগীর হোসেন।
বাজারের পশ্চিমে ফোমেক্স ফোম কারখানার পেছনে বনের জমিতে বেড়া দিয়ে চারটি বড় ঘরের নির্মাণ কাজ করেন মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন।
স্কুল রোডে মোহাম্মদীয়া গ্রুপের পশ্চিমে বাড়ির সাথে বনের জমিতে আট দোকানবিশিষ্ট মার্কেটের নির্মাণ কাজ করেন মাহবুবুর রহমান।
স্কুল রোড থেকে মোহাম্মদীয়া গ্রুপের উত্তরে লোকমান হোসেনের বাড়ির পাশে বনের গেজেটভুক্ত তিন গন্ডা জমি কিনে বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন কাপাসিয়ার আসাদুল।
এভাবে ভবানীপুর মাইছপাড়ায় বনের জমিতে আটটি ঘরের নির্মাণ কাজ করেন ময়না। তাদের বাড়ির একটু পশ্চিমে সাতটি ঘরের নির্মাণ কাজ করেন রাফাতুল্লাহ। তিনি এর আগে ১৯টি পাকা ও টিনশেড ঘর করেছেন।
এ ছাড়া ভবানীপুর বাজারের পূর্ব দিকে গুচ্ছগ্রাম রোডে লীরা গ্রুপের জমির পেছনে চারটি আধা পাকা ঘর করেছেন আরজু পাগলা।
এসব ঘটনা সিংড়াতলী বিট কর্মকর্তা নাসির উদ্দিনকে একাধিকবার জানালেও তিনি দৃশ্যত কোন ব্যবস্থা নেননি।