শ্যামল কান্তির ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও ফেসবুকে
আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠ-বস করানোর ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে।
স্থানীয় সাংসদ সেলিম ওসমানকে আইনের আওতায় এনে শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এদিকে প্রধান শিক্ষক ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় আলোচিত ঘটনার সূত্রপাত বলে যুক্তি দাঁড় করানো হচ্ছে।
এ নিয়ে ফেসবুকে ছাত্রদের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও আলোচনায় এসেছে।
পাঁচ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওটিতে ছাত্ররা জানায়, উত্তম স্যারের ক্লাসে হঠাৎ প্রধান শিক্ষক ঢুকে মেয়েদের কর্নারে চলে যান। তিনি রিফাতকে ডাকার পরও না শোনার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে পাঁচ-ছয়টা ঘুষি মারেন। পরে রিফাত আল্লাহকে ডাকলে প্রধান শিক্ষক বলেন, তোগো আল্লাহও নাপাক, তোরাও নাপাক।
ভিডিও আপলোডকারীদের দাবি, কিছু সুশীল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে মূলধারার গণমাধ্যমে সঠিক তথ্য ওঠে আসছে না। প্রধান শিক্ষক যে ধর্ম নিয়ে কটূক্তি করেছেন তার প্রমাণ তাদের কাছে আছে।