আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে, মরে গেলেও ক্ষমা চাইব না : সেলিম ওসমান
আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠ-বস করানোর ঘটনা প্রসঙ্গে সাংসদ সেলিম ওসমান বলেছেন, শিক্ষক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কানে ধরে ওঠ-বস করেছেন।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এ সময় শতাধিক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিভিন্ন মহল থেকে ক্ষমা চাওয়ার দাবি প্রসঙ্গে সাংসদ পাল্টা প্রশ্ন করেন, আমি কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে। আমি যদি মরেও যাই, তা-ও ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।
ইমানদার মুসলমানরা শিক্ষকের শাস্তি চেয়েছিলেন দাবি করে তিনি সাংবাদিকদের কাছে জানতে চান, আমরা কি ইবলিশের রাজত্বে বাস করছি?
ঘটনার বর্ণনা দিয়ে সেলিম ওসমান বলেন, সেদিন সকাল ১০টার দিকে ঘটনা শুরু হয়েছিল। আমি বিকেল চারটায় গিয়ে দেখি চার থেকে পাঁচ হাজার লোক জড়ো হয়েছে। আমি যাওয়ামাত্র এলাকার লোকজন আমাকে বলেছে, ওই শিক্ষককে আমাদের হাতে ছেড়ে দেন। কিন্তু আমি কোন সাম্প্রদায়িক দাঙ্গা চাইনি।
সাংসদ বলেন, আমি শিক্ষকের কাছে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন কি না জানতে চাই। শিক্ষক বলেন, আমার মাথা ঠিক নেই। বলতেও পারি। পরে তিনি যে কোন শাস্তি মাথা পেতে নেবেন বলে জানান।
সেলিম ওসমান বলেন, আমি যা করেছি একজন মানুষের জীবন রক্ষার জন্য।