সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে গাজীপুর ও শ্রীপুরে মানববন্ধন

আলোকিত প্রতিবেদক : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ।

বুধবার বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাবেক সভাপতি এনামুল হক, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, যুগ্ম সম্পাদক কাজী মকবুল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা, ডিবিসির প্রতিনিধি মাহমুদা শিকদার প্রমুখ।

বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

শ্রীপুরে বিক্ষোভ মিছিল

শ্রীপুর থেকে নিজস্ব প্রতিবেদক সাদেক মিয়া জানান, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমিতির উদ্যোগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক আলমগীর হোসেন, আবু বকর সিদ্দিক আকন্দ, মাহবুবুর রহমান, রায়হানুল ইসলাম আকন্দ, কাজী আকতার হোসেন, বশির আহমেদ কাজল, আনিছুর রহমান শামীম, মাসুদ রানা, মোক্তার হোসেন, এমদাদুল হক প্রমুখ।

কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরও খবর