জাহাঙ্গীর নাটকের মাস্টার : হামলার অভিযোগ প্রসঙ্গে আজমত উল্লা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গণসংযোগে হামলার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, জাহাঙ্গীর নাটকের মাস্টার। সে সব সময় এ ধরনের নাটক করে।

তিনি বলেন, মন্ত্রণালয় তাকে সুনির্দিষ্ট কারণে সাসপেন্ড করেছে। এটার জন্যও তিনি আমাকে দোষারোপ করেছেন। আবার নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে, সেখানেও একে-ওকে দোষারোপ করেছেন।

শুক্রবার টঙ্গী বাজার বড় জামে মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগকালে অ্যাডভোকেট আজমত উল্লা খান সাংবাদিকদের এসব কথা বলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর পূর্ব গোপালপুর এলাকায় ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন জায়েদা খাতুন। এ সময় হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়।

শুক্রবার দুপুরে ছয়দানা এলাকার বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা হামলার জন্য আজমত উল্লা খান ও তার লোকজনকে দায়ী করেন।

নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান আরও বলেন, আমি জনগণের সেবার জন্য রাজনীতি করি। ১৮ বছর টঙ্গী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ কেউ করেনি। নির্বাচিত হলে সব স্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করব।

আরও খবর