কালিয়াকৈরে স্কুলছাত্রী হত্যার দায়ে বখাটে বিজয়ের ফাঁসি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী কবিতা রানী দাসকে (১৫) হত্যার দায়ে এক বখাটের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।

আদালত প্রতিবেদক মো. মনির হোসেন জানান, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির নাম বিক্রম চন্দ্র সরকার ওরফে বিজয় সরকার (২৪)। তিনি উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ মনি দাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ অক্টোবর দুপুরের দিকে কালিয়াকৈরের সূত্রাপুর ইউনিয়নের বোর্ডগড় এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের সামনে কবিতা রানীকে আসামি বিজয় চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। কবিতা ধামরাইয়ের সাগর মনি দাসের মেয়ে। সে বোর্ডগড় উত্তর গজারিয়া পাড়ায় নানা ননী গোপাল দাসের বাড়িতে থেকে লেখাপড়া করত।

বিজয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এ হত্যাকান্ড ঘটে।

নিহতের পরিবারকে আইনি সহায়তা প্রদান করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির গাজীপুর জেলা আইন সহায়তা কেন্দ্রের আইনজীবী সাহিদা পারভীন।

আরও খবর