নুহাশপল্লীতে হুমায়ূন জাদুঘর হবে : শাওন

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের নুহাশপল্লীতে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার স্বজন ও ভক্তরা।

বুধবার বেলা ১১টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি বলেন, হুমায়ূন আহমেদের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার যে স্বপ্ন ছিল, তা আমার একার পক্ষে সম্ভব নয়। দেশের গুণীজন ও নীতিনির্ধারকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

শাওন বলেন, নুহাশপল্লী হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় স্থান। সবুজ বৃক্ষের ছায়ায় তিনি শুয়ে আছেন। এখানেই গড়ে তোলা হবে হুমায়ূন জাদুঘর।

২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ১৯৪৮ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন।

আরও খবর