মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘ভালবাসার কষ্টের দানা’

ভালবাসার কষ্টের দানা

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

অন্তরের গহনে মায়াভরা মন রেখে

যেদিন তুমি চলে গেলে দূরে

সেই হতে কষ্ট শুধুই কষ্ট

আগুনের ফুলকিতে পুড়ে মন

কষ্টের দানাগুলো পুড়ে কয়লা হয়।

অন্তরের বহমান রক্ত কণিকা

বুকের ভেতর জমাট বেঁধে ভার হয়

কষ্টে দম বন্ধ হতে থাকে

নিঃশ্বাস যেন আর ফিরবে না দেহে।

কষ্টগুলো পুড়ে ছাই হয়

ছাইগুলো ধূসর হয়ে বুকে যায় মিশে

বুকের ভেতরে ছাইচাপা আগুন জ্বলে।

নির্ঘুম রাত্রি কাটে

ভাবনায় তোমার মাঝে

তোমার প্রেমের চিঠি থাকলে পাশে

টুকরো টুকরো করে ছিঁড়ে

আগুনে পুড়ে দিতাম আনমনে।

কষ্টগুলো ছাই হয়ে যায় উড়ে

আজি কষ্টের দানা

হৃদয়ে রয়েছে জিইয়ে

কষ্ট শুধুই কষ্ট

রয়ে গেল বুকের মাঝে।

তুমি আছো রঙিন স্বপ্নে

আজি তুমি আমাকে ছেড়ে

আমার ভালবাসার দানাগুলো

কষ্টের মাঝে পুড়ে হল কালো।

আরও খবর