গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ঠকালেন শ্রম পরিদর্শক!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করছে না সারা ফ্যাশন ওয়্যার লিমিটেড।
এ ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ওই শ্রমিক।
শ্রম পরিদর্শক শফিকুল ইসলাম মালিক পক্ষের হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, মহানগরীর কোনাবাড়ী এলাকার সারা ফ্যাশন ওয়্যার কারখানায় গত ২০১৪ সালের ১০ ডিসেম্বর যোগদান করেন ভুক্তভোগী বানেছা খাতুন। তিনি গত ৮ সেপ্টেম্বর ঈদের ছুটিতে বাড়িতে যান। ছুটি শেষে ১৭ সেপ্টেম্বর কারখানায় গেলে প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম তাকে মৌখিকভাবে চাকরি নেই বলে বের করে দেন।
এ সময় তাকে বকেয়া বেতন, টার্মিনেট বেনিফিট, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির পাওনা পরিশোধ করা হয়নি।
অথচ শ্রম আইন অনুযায়ী, কোন শ্রমিককে টার্মিনেট করতে হলে ওই সব পাওনা পরিশোধ করা বাধ্যতামূলক।
পরে বানেছা খাতুন গত ২ অক্টোবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টঙ্গী কার্যালয়ের উপ-মহাপরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগটি তদন্তের দায়িত্ব পান শ্রম পরিদর্শক শফিকুল ইসলাম।
তিনি গত ১০ অক্টোবর বানেছা খাতুনকে মোবাইলে ডেকে নিয়ে কারখানায় যান। সেখানে প্রায় ৩০ হাজার টাকার বিপরীতে তার হাতে সাত দিনের বেতন হিসেবে দুই হাজার ১০০ টাকা ধরিয়ে দিয়ে স্বাক্ষর নেওয়া হয়।
শ্রম পরিদর্শক শফিকুল ইসলাম ও কারখানার কর্মকর্তা নূরুল ইসলাম পরস্পর যোগসাজশে ওই অসহায় শ্রমিককে এভাবে ঠকান বলে অভিযোগ।
এ ব্যাপারে শ্রম পরিদর্শক শফিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি আলোকিত নিউজকে বলেন, শ্রম আইন মেনে পাওনা দেওয়া হয়েছে। আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে যা পারেন করেন।