গাজীপুরে সান পাওয়ার সিরামিকসের বনদস্যুতা ধামাচাপার পাঁয়তারা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সান পাওয়ার সিরামিকস ও এক ব্যক্তির বনভূমি দখলের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বন বিভাগ।

বন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউছুপ বিষয়টি আলোকিত নিউজকে জানান।

তিনি বলেন, সহকারী বন সংরক্ষক এনামুল হক তদন্ত করছেন। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ও ১ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে ঘটনা দুটির ওপর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

অভিযুক্তরা হলেন রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বেগমপুর হোতাপাড়া এলাকার সান পাওয়ার সিরামিকসের মালিক চেন ইয়াং ফু ও সরকারি চাকরিজীবী আবদুল মতিন।

এর মধ্যে মিস্টার ফু গেজেটভুক্ত এসএ ৪৩২ নং দাগের তিন বিঘার অধিক বনভূমি স্থানীয় খোরশেদ আলম মাস্টার গংয়ের কাছ থেকে কিনে ফাউন্ডেশন দিয়ে গোডাউন নির্মাণ করেন। জমিটির বর্তমান বাজারমূল্য অন্তত ছয় কোটি টাকা।

আর কারখানার গোডাউনের পাশে এসএ ৫৯৮ নং দাগের প্রায় ছয় শতাংশ বনভূমিতে পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করছেন সচিবালয়ে কর্মরত আবদুল মতিন।

জমিটি তিনি স্থানীয় তারা ডাক্তারের কাছ থেকে কিনেন। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

তদন্ত শুরুর পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোডাউনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাড়ির কাজও চলছে।

এ ব্যাপারে ডিএফও মোহাম্মদ ইউছুপ আলোকিত নিউজকে বলেন, তিনি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

স্থানীয়রা জানান, বন বিভাগের কেউ কাজে বাধা দেননি। রেঞ্জ কর্মকর্তা কাজী মাহিনুর রহমান ও বিট কর্মকর্তা নূর মোহাম্মদের যোগসাজশে দখল সম্পন্ন হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করেই স্থাপনা দুটির কাজ শুরু হয়। ঘটনা ফাঁস হওয়ায় এখন ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে।

আরও খবর