টঙ্গীতে কারখানায় দুর্ঘটনা প্রতিরোধে সক্ষমতা পরিদর্শনে মানবাধিকার কমিশন

শাহাদাত হোসেন সাদেক : গাজীপুরের টঙ্গীতে কারখানায় দুর্ঘটনা প্রতিরোধে কী ধরনের সক্ষমতা রয়েছে, তা পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।

শনিবার দলটি টঙ্গীর বিসিক শিল্প নগরীর তিনটি কারখানা পরিদর্শন করে।

ট্যাম্পাকো কারখানার মত দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে সতর্কতা বাড়ানোর অংশ হিসেবে কারখানাগুলো পরিদর্শন করা হয়।

কারখানাগুলো হল সিনটেক্স প্রিন্টিং মিলস, আকিজ প্যাকেজিং ও রবিন প্রিন্টিং লিমিটেড।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ট্যাম্পাকো বিস্ফোরণের ঘটনায় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটির প্রধান মো. নজরুল ইসলাম।

তার সাথে ছিলেন মানবাধিকার কমিশনের পরিচালক মো. শরীফ উদ্দিন, সহকারী পরিচালক জয়দেব চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবদুল আজিজ।

এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর