কাপাসিয়ায় ৯ লবণ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বেশি দামে লবণ বিক্রির দায়ে নয় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার নেতৃত্বে তিনটি বাজারে অভিযান পরিচালিত হয়।

এ সময় কাপাসিয়া বাজারের অসিত এন্ড ব্রাদার্সকে ২০ হাজার, সজিব ভ্যারাইটিস স্টোরকে ২০ হাজার, সেলিম স্টোরকে ১৫ হাজার, নাজিম উদ্দিন স্টোরকে ১০ হাজার, বেলায়েত স্টোরকে পাঁচ হাজার, মুসলিম স্টোরকে তিন হাজার ও বিজয় স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সন্ধ্যার পর দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আল্লাহর দান স্টোরকে পাঁচ হাজার টাকা ও রাওনাট বাজারের নজরুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ইউএনও জানান, লবণের দাম বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ গুজব। কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করতে পারবেন না।

আরও খবর