বিএনপি আমলে কথাই ছিল ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখন জামায়াতকে নিয়ে সরকার গঠন করে, তারপর থেকে দেশে হত্যা, খুন, জঙ্গিবাদ, দুর্নীতি, মানি লন্ডারিং-এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি।
তিনি বলেন, ২০০১ সালের নির্বাচন অথবা মাগুরা, মিরপুর বা ঢাকা-১০-এর উপ-নির্বাচনের কথা যদি কেউ স্মরণ করে, তাহলে বিএনপির আমলে নির্বাচনের নামে কী হত, সেটা ওইটুকুই যথেষ্ট।
শনিবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, কথাই ছিল ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। ভোটের বাক্সে সিল মারা থেকে শুরু করে নানা অপকর্ম হত। তার জন্য আমরা স্বচ্ছ ভোটার বাক্স, ছবিসহ ভোটার তালিকা প্রতিষ্ঠার আন্দোলন করেছি।
বিএনপি ২০০৬-এ নির্বাচন করতে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে তালিকা করেছিল। তাদের মুখে এখন খুব গণতন্ত্রের কথা শোনা যায়। তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। খালি চোখে দেখে না আমাদের দেশের কিছু মানুষ। তাদের ভালো লাগে অগণতান্ত্রিক কিছু হলে, কারণ তাদের মূল্য বাড়ে।