গাজীপুরের লুটিয়ারচালায় সেচের অভাবে ১৫০ বিঘা জমি অনাবাদি

মেহেদী হাসান সবুজ : গাজীপুরের লুটিয়ারচালায় সেচের অভাবে শতাধিক কৃষকের প্রায় ১৫০ বিঘা ফসলি জমি অনাবাদি অবস্থায় পড়ে আছে।

গত ৬ বছর ধরে এ অবস্থা চলে আসলেও সেচযন্ত্র সচলে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সরেজমিনে জানা যায়, জেলা সদরের ভাওয়াল গড় ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে লুটিয়ারচালা গ্রাম। এখানকার জমি উর্বর। বছরে ধানসহ ফলে একাধিক ফসল।

কৃষকদের সুবিধার কথা চিন্তা করে এলাকার আবদুস সালামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ১৯৭৪ সালে একটি ডিপ মেশিন বসান।

পরে ২০০৪ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন তা সরকারি ব্যবস্থাপনায় নেয়।

২০১০ সালে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হলে সেচযন্ত্রটি বন্ধ হয়ে যায়।

এরপর থেকে এটি সচলে অদ্যাবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

আবদুস সালামের ছেলে আবদুর রউফ পাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি আলোকিত নিউজকে জানান, সেচযন্ত্র চালু না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিত্যক্ত থাকায় ড্রেনও ভেঙে যাচ্ছে। কর্তৃপক্ষের সুদৃষ্টি বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি।

আরও খবর