বিশ্বে ‘দূষণজনিত মৃত্যুতে’ বাংলাদেশ ষষ্ঠ

ডেস্ক নিউজ : বিশ্বে দূষণজনিত মৃত্যুর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এতে ২০১৭ সালে দেশে দুই লাখ সাত হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে।

তালিকাটিতে সবার ওপরে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীন।

গ্লোবাল অ্যালায়েন্স অন হেলথ এন্ড পলুশন কর্তৃক ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, দূষণ হল ভয়াবহ ও আলোচিত স্বাস্থ্য সমস্যা। অকাল মৃত্যুর জন্য পরিবেশগত কারণের মধ্যে সবচেয়ে বড় দূষণ।

বিশ্বে দূষণজনিত কারণে প্রতি বছর ৮৩ লাখ মানুষের মৃত্যু হয়। যা মোট মৃত্যুর ১৫ শতাংশ।

এসব মৃত্যু হয়েছে বিষাক্ত বায়ু, পানি, মাটি ও রাসায়নিক দূষণের কারণে। দূষণজনিত মৃত্যু ধূমপানে মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক র‍্যাচেল কুপকা বলেন, আপনি কোথায় বাস করেন, তা ব্যাপার না। দূষণ আপনাকে খুঁজে নেবে।

আরও খবর