বিএনপি নয়, রাষ্ট্রকে মেরামত করেছেন শেখ হাসিনা : কাদের
আলোকিত প্রতিবেদক : বিএনপির রাষ্ট্র মেরামতের কর্মসূচি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা আবার রাষ্ট্র মেরামত করবে! মেরামত তো শেখ হাসিনা করেছেন।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে, দুর্নীতি ও লুটপাট করে কোষাগার খালি করেছে। রিজার্ভ চার বিলিয়ন ডলারেরও নিচে ছিল। শেখ হাসিনা ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছেন।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২৪ ডিসেম্বরের সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা ও সাজসজ্জা উপ-কমিটির বৈঠকে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে অনেকে রাষ্ট্র মেরামত করার প্রয়াস নিয়েছে। গতবারও ২৩ দল ছিল। এবার ৩৩ দল। লক্ষ্য কী? শেখ হাসিনাকে হটানো!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার হিসেবে বিএনপির ভিশন-২০৩০। সেটা কোথায়? তাদের নেতা-কর্মীরা বহু দিন ক্ষমতায় নেই। তাতেই খাই খাই ভাব।