শ্রীপুরের আলী পেপার মিলকে ২ লাখ টাকা জরিমানা
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের আলী পেপার মিলকে দুই লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরিফীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের ওই মিলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে দূষণ ও সরকারি খাল দখলের দায়ে দুই লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জেলা পরিবেশ কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন জানান, সংরক্ষিত বনাঞ্চলের পাশে গড়ে ওঠা কারখানাটি বয়লারের মাধ্যমে পরিবেশ দূষণ করছিল। বিষাক্ত ধোঁয়ায় গাছপালাও লালচে বর্ণের হয়ে যায়।