খালেদা ও তারেক অর্থনৈতিক অপরাধী : আদালত
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নামসর্বস্ব জিয়া অরফানেজ ট্রাস্টের অনুকূলে দুই কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা স্থানান্তর করেছেন।
সরকারি এতিম তহবিলের টাকা নিয়ম অনুযায়ী এতিমদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি।
সোমবার প্রকাশিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে এসব তথ্য ওঠে এসেছে।
আদালত বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেকে কোন না কোনভাবে লাভবান হয়েছেন।
তারা রাষ্ট্রীয় অর্থনৈতিক অপরাধী হিসেবে গণ্য হবেন। দুর্নীতির খারাপ প্রভাব সমাজের প্রতিটি স্তরে সংক্রমিত হয়।
ছয় আসামিকে জরিমানার দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।